সবুজ রঙের পোস্টারটিতে রয়েছে অনেকটা ধনুক আকৃতির লাল রঙের চারটি রেখা। আর নিচে লেখা রয়েছে ‘প্রস্তুত হও। ৩১.১০.২০২৩’। এমন পোস্টারে নগরবাসীর মধ্যে আতঙ্ক আর উৎকণ্ঠা দেখা দেয়।
এমন পরিস্থিতিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ তদন্তে নামে। অবশেষে মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে এসএমপি’র পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়: ‘সম্মানিত মহানগরবাসী, একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ সংক্রান্তে আতঙ্ক হওয়ার কিছু নাই। কারণ এটি একটি বাণিজ্যিক প্রচারণা। এয়ারপোর্ট থানাধীন ট্রি টপ রিসোর্টের একটি বাণিজ্যিক প্রচারণা।’
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, ট্রি টপ অ্যাডভেঞ্চার ফার্ম’ তাদের একটি ইভেন্টের বাণিজ্যিক প্রচারণার জন্য এ পোস্টার লাগিয়েছে। এর সঙ্গে অশুভ কোনো গোষ্ঠীর সম্পর্ক নেই। এ প্রচারণায় নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।
🙏