বিএনপি-জামায়াতের ডাকা আজ রোববার সকাল-সন্ধ্যার হরতাল এবং গতকাল শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ১৪টি জেলা থেকে ৫৩২ জনকে আটকের খবর পাওয়া গেছে।
রংপুর
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, সকালে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় তাঁদের আটক করা হয়েছে।
দিনাজপুর
দিনাজপুরে বিএনপি ও জামায়াতের ৩৮ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর—এই চার উপজেলা থেকে ২৭ জনকে আট করেছে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল আছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে জেলা কালেক্টরেট স্কুলের সামনে থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার প্রথম আলোকে বলেন, বিরামপুর শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ১১ জন ও জামায়াতের ১ কর্মীকে আটক করা হয়েছে। পরে নাশকতার অভিযোগে করা মামলায় ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।